Posts

History of Manikpur High School

Image
A village of remote area located 15 kilometers east of Manikpur Chakaria upazila. Any guardian of the area, to educate the child in secondary education, had to send it to Chakaria Sadar which was not possible for everyone. In order to educate children of the children in the area of ​​education, Manikpur Lower Secondary School was established in 1962 by the initiative of the great people of the area.  Landlord of the area, Nurul Kabir Chowdhury, donated two acres of land and established the school. The school was registered as a lower secondary school in 1964. At that time, the founder was the late teacher Anwarul Azim Chowdhury. In 1984, the school was named M.P. In the year 1987, when Mr. Habibur Rahman Chowdhury was the headmaster, Ninth grade students were promoted to high school through permission. In 1995, the level of M.P. and · land was changed. From 1988 onwards, in the Department of Humanities, Science and Commerce, regularly participated in the S & S examination and est

চকরিয়া থেকে আলিকদম সড়ক এর কিছু দৃশ্য Some senary of Chakaria to Alikadam...

Image

ফুটবলে উপজেলা চ্যাম্পিয়ন ২০১৬, মানিকপুর উচ্চ বিদ্যালয় Manikpur High Sc...

Image

Cox's Bazar to Chakaria travel কক্সবাজার টু চকরিয়া ভ্রমণ

Image

মানিকপুর উচ্চ বিদ্যালয়

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত পর্যটন নগরী কঙ্বাজার। এ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হল-মাতামুহুরী নদী বেষ্টিত চকরিয়া উপজেলা। এ উপজেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী মানিকপুর। পাহাড়ের কিনারায় নদী বেষ্টিত এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় মানিকপুর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি এতদাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে এলাকার শিশু-কিশোর ও যুবকদেরকে আলোর ভূবনে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এ প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে প্রতিশ্রুতিপূর্ণ ফলাফলের মাধ্যমে কর্তৃপক্ষ ও দেশের আপামর জনসাধারণের সুদৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বহু কৃতি শিক্ষার্থী ও নন্দিত ব্যক্তিত্ব দেশ ও জাতির সেবাকর্মে আজ নিজেদেরকে উৎসর্গ করে সুখ্যাতি ও সুনাম অর্জন করেছে। শিক্ষাই শক্তি। শিক্ষা একটি দর্শন। ইহা অনন্ত সাধনার সামগ্রী। শিক্ষা হচ্ছে শরীর, মন ও আত্মার সুসামঞ্জস্য বর্ধন এবং জিজ্ঞাসার মাধ্যমে সত্যের সন্ধান আর এ সত্য উদঘাটনে শিক্ষক ও শিক্ষার্থী একই পথের সহযাত্রী। শিক্ষার লক্ষ্য হচ্ছে নিজকে জানা

আমার বানানো তিনটি কবিতা

    কবিতা :স্বাধীনতা দিয়ে শরীর, প্রান, সাহস করে দান, পেলাম কঠোরতা। শত বুকের রক্ত, মষ্টি করে শক্ত, পেলাম মনের নেতা। স্বপ্ন ভালোবাসা, শত মনের আশা,। পেলাম মায়া বাংলা, কৃষক, মজুরকুলি, সব দিয়ে তার খুলি, পেলাম স্বাধীনতা।       কবিতা : ডুব আকাশ থেকে নয়, বৃষ্টি থেকে নয়,  জল, গর্তে জমা হয়, স্পর্শে ভেসেছে ভূতল। চুমুক দিয়ে দিয়ে জমাট পাতালের ঢেউ, চঞ্চু ও গ্রীবাতে আদরে মেখে নেয় কেউ। পানপাত্রখানি উপুড় করে দিয়ে, তৃষ্ণা মেটে না যে তার, পাত্র-গভীরে সে নিজেই ঢুকে পড়ে, অতলে ডুবে গিয়ে নিজেকে করে উদ্ধার। কবিতার :গাছ ও পাখি গাছের বুকে পাখির বাসা, দুটি। আমিও তো পাখি, তোমার ডালে উঠি? বাসাতে ঘুম, অনিরাপদ ছানা, ঝড় ঠেকাতে আমার দুটি ডানা, নেবে? মগডালে কেন শুকনো দুটি নদী? পাতারা ঢেউ জাগিয়েছে ধ্রুপদী, দুঃখ ঝরায় হলুদ পাতা ফেলে। কাঠঠোকরা খোঁড়ল বানিয়েছে চঞ্চুঘাতে বাঁকল ঠেলে ঠেলে; গোখরো এলে, শীতের রাতে ওমগর্ত বেছে।

আমার লেখা দুইটি ছড়া,শিক্ষা ও আমাদের গ্রাম

     আমার লেখা দুইটি ছড়া,শিক্ষা ও আমাদের গ্রাম      ছড়ার নাম: শিক্ষা কলম দিয়ে লিখি মোরা, মন দিয়ে পড়ি, পড়ালেখা করে যেন, দেশের হালধরি। পড়ালেখা করে মোরা, হব বড় ডাক্তার, দু:খি দরিদ্রের বিপদে, করবো মোরা উপকার। সেনাবাহিনী পুলিশবহিনী হবো মোরা, দূর করবো সন্ত্রাস, সন্ত্রাসহীন দেশে, করবো মোরা বসবাস । ছড়ার নাম: আমাদের গ্রাম মানিকপুরে গ্রাম আমার, মিয়াজিপাড়ায় বাড়ি। সেখানেতে বসে আমি, এই ছড়াটি লিখি। মানিকপুরে মানিক নেই, আছে গাছের পালি । মাতামুহুরী নদীতে চলে হাজার বাশের চালি।