মানিকপুর উচ্চ বিদ্যালয়

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত পর্যটন নগরী কঙ্বাজার। এ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হল-মাতামুহুরী নদী বেষ্টিত চকরিয়া উপজেলা। এ উপজেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী মানিকপুর। পাহাড়ের কিনারায় নদী বেষ্টিত এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় মানিকপুর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি এতদাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে এলাকার শিশু-কিশোর ও যুবকদেরকে আলোর ভূবনে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এ প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে প্রতিশ্রুতিপূর্ণ ফলাফলের মাধ্যমে কর্তৃপক্ষ ও দেশের আপামর জনসাধারণের সুদৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বহু কৃতি শিক্ষার্থী ও নন্দিত ব্যক্তিত্ব দেশ ও জাতির সেবাকর্মে আজ নিজেদেরকে উৎসর্গ করে সুখ্যাতি ও সুনাম অর্জন করেছে। শিক্ষাই শক্তি। শিক্ষা একটি দর্শন। ইহা অনন্ত সাধনার সামগ্রী। শিক্ষা হচ্ছে শরীর, মন ও আত্মার সুসামঞ্জস্য বর্ধন এবং জিজ্ঞাসার মাধ্যমে সত্যের সন্ধান আর এ সত্য উদঘাটনে শিক্ষক ও শিক্ষার্থী একই পথের সহযাত্রী। শিক্ষার লক্ষ্য হচ্ছে নিজকে জানা, সৃষ্টিকে জানা, স্রষ্টাকে জানা এবং স্রষ্টা ও তার মাঝে মানুষের অবস্থান ও দায়িত্ব সচেতনতা অর্জন করা। অর্থাৎ শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও মনুষ্যত্বের সর্বাঙ্গীন উন্মেষ ঘটানো। শিক্ষা একটি ত্রি-মেরু প্রক্রিয়া (শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা)। এই ত্রিবিধ সম্পর্কের সঠিক সমন্বয়ে একজন শিক্ষার্থী তার জীবনের পরিপূর্ণতা লাভ করে।
আসুন, ত্রি-মেরুর সমন্বিত প্রচেষ্টা ও সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে জাতির আশা-আকাংখা ও আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত এ কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথ পরিচালিত করে সুশিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসাবে গড়ে তোলার দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার।
মানিকপুর উচ্চ বিদ্যালয়

Comments

Popular posts from this blog

History of Manikpur High School

আমার বানানো তিনটি কবিতা