আমার লেখা দুইটি ছড়া,শিক্ষা ও আমাদের গ্রাম

    আমার লেখা দুইটি ছড়া,শিক্ষা ও আমাদের গ্রাম

   
 ছড়ার নাম: শিক্ষা

কলম দিয়ে লিখি মোরা,
মন দিয়ে পড়ি,
পড়ালেখা করে যেন,
দেশের হালধরি।
পড়ালেখা করে মোরা,
হব বড় ডাক্তার,
দু:খি দরিদ্রের বিপদে,

করবো মোরা উপকার।
সেনাবাহিনী পুলিশবহিনী হবো মোরা,
দূর করবো সন্ত্রাস,
সন্ত্রাসহীন দেশে,
করবো মোরা বসবাস ।


ছড়ার নাম: আমাদের গ্রাম

মানিকপুরে গ্রাম আমার,
মিয়াজিপাড়ায় বাড়ি।
সেখানেতে বসে আমি,
এই ছড়াটি লিখি।
মানিকপুরে মানিক নেই,
আছে গাছের পালি ।
মাতামুহুরী নদীতে চলে
হাজার বাশের চালি।

Comments

Popular posts from this blog

History of Manikpur High School

আমার বানানো তিনটি কবিতা