মানিকপুর উচ্চ বিদ্যালয় এর ইতিহাস

মানিকপুর চকরিয়া উপজেলার ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম। এলাকার কোন অভিভাবক, সন্তানকে মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত করতে চাইলে চকরিয়া সদরে পাঠাতে হতো যাহা সবার পক্ষে সম্ভব ছিলনা। তাই এলাকার সন্তানদের মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য এলাকার মহৎ ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৬২ সালে মানিকপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এলাকার জমিদার মরহুম নরম্নল কবির চৌধুরী দুই একর জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। উনার সাথে আরও যারা প্রতিষ্ঠাতা হিসাবে ছিলেন , মরহুম আনোয়ারম্নল আজিম চৌধুরী , মরহুম গোলাম সোবহান সিকদার , মরহুম সোলায়মান সিকদার, মরহুম নুর আহামদ সওদাগর, মরহুম সোলতান আহামদ সওদাগর, মরহুম মোজাহের আহামদ সওদাগর, মরহুম মাষ্টার আব্বাস আহামদ চৌধুরী, মরহুম আবদু রশিদ সওদাগর, মরহুম মাষ্টার আবুল খায়ের, মরহুম ইদ্রিচ আহমদ মিয়াজি, স্বর্গীয় প্রফুলস্ন কুমার বড়ুুয়া, আলহাজ্ব মফিজুর রহমান সওদাগর, বাবু নিরঞ্জন বড়ুয়া, জনাব হাবিবুর রহমান চৌধুরী, জনাব নাসির উদ্দিন সিকদার, এবং তৎকালীন বিট কর্মকর্তা প্রমূখ। বিদ্যালয়টি ১৯৬৪ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে নিবন্ধিত হয়। তখন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে ছিলেন মরহুম আনোয়ারম্নল আজিম চৌধুরী। ১৯৮৪ সালে বিদ্যালয়টি এম·পি·ও· ভূক্ত হয়। ১৯৮৭ সালে জনাব হাবিবুর রহমান চৌধুরী প্রধান শিক্ষক থাকাকালীন নবম শ্রেণির পাঠদান অনুমতি লাভের মাধ্যমে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন। ১৯৯৫ সালে এম·পি·ও· ভূক্তির স্তর পরিবর্তন হয়।১৯৮৮ সাল থেকে অদ্যাবধি মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে নিয়মিত এস·এস·সি· পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্যতম বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত।মানিকপুর উচ্চ বিদ্যালয় এর ইতিহাস মানিকপুর উচ্চ বিদ্যালয় এর ইতিহাসমানিকপুর উচ্চ বিদ্যালয় এর ইতিহাস

Comments

Popular posts from this blog

History of Manikpur High School

আমার বানানো তিনটি কবিতা