কবিতা: এই রাতে

       কবিতা: এই রাতে  এই রাতে

কুয়াশায় সমাহিত চরাচর,
শীতের গভীর কোনো রাত্রে,
হাতে ধরা কোথাকার উলুখড়,
এসেছি দিগ্বিদিক হাতড়ে।

বাঁশঝাড়, ধানখেত পেরিয়ে,
হাতে-পায়ে কাদামাখা, ক্লান্ত,
আঁধারের চোরাফাঁদ এড়িয়ে,
যেতে হবে, ডাকে ওই প্রান্ত।

যেন এক পলাতক আসামি,
বহুদিন পরে এল পাড়াতে,
এ বাড়ি কি তার বাড়ি? আয়েশা,
দরজাটা খুলে যদি দাঁড়াতে।

কিন্তু কোথাও কোনো সাড়া নাই,
নিঃসাড় পড়ে আছে চারিধার,
তাহলে কি ফিরে যাব? ফিরে যাই,
এই রাতে আমি কার, কে তোমার।

লেখক:মোঃ রায়হান কবির

Comments

Popular posts from this blog

History of Manikpur High School

আমার বানানো তিনটি কবিতা