মানিকপুর উচ্চ বিদ্যালয় এর জেএসসি ফলাফলের কৃতিত্ব Manikpur high school

এম জাহেদ চৌধুরী::চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে সদ্য ঘোষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে চকরিয়া উপজেলার প্রাচীন জনপদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মানিকপুর উচ্চ বিদ্যালয় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ২০১৭ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১৭৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬৭। অপরদিকে সদ্য ঘোষিত ফলাফলে বৃত্তি পেয়েছে তিন কৃতি শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ট্যালেন্টপুলে ও দুইজন পেয়েছে সাধারণ গ্রেডে বৃত্তি। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন কৃতি শিক্ষার্থী মরিয়ম আলম মীম, অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন দুইজন। তাঁরা হলেন সীমা বড়–য়া, আবদুল্লাহ আল সোমান শিশির। জেএসসিতে অসাধারণ সাফল্য অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জল করেছে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা।
গত ৯ এপ্রিল সকালে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জেএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে উৎসবমুখর আয়োজনে সংর্বধনা দেয়া হয়েছে। মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বর্তমান প্রধান শিক্ষক শ্যামল চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বিদ্যালয় কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজল, কমিটির সদস্য বাবু রাহুল কান্তি বড়–য়া, সরকারি প্রধান শিক্ষক বাবু দুলাল কান্তি শর্মা।
এতে আরো বক্তব্য রাখেন-বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ সাহেদ মোহাম্মদ শহিদুল ইসলাম, আবদুল গনি, জহির আলম, সিনিয়র শিক্ষিকা আনোয়ার জাহান লুৎফা, সহকারি শিক্ষক জাহেদ বিন হোছাইন, সুমন ঘোষ, মোজাম্মেল হক, বাবু সুদেব কান্তি বড়–য়া, মিজানুর রহমান, শিক্ষিকা সাফিনাজ আফজা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া খসরু।
সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের অফিস কর্মচারী নুরুল আলম, সাইদুল হক, লিমা বড়–য়া। অনুষ্ঠানে সকল জেএসসির সফল পরীক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

History of Manikpur High School

আমার বানানো তিনটি কবিতা